শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা সাইবার ট্রাইবুনালে খারিজ

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাসান মাহমুদুল এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮/২৯ ধারায় দায়ের করা মামলা আজ (মঙ্গলবার) খারিজ করে দিয়েছেন বিজ্ঞ আদলত।

গতকাল ২১ নভেম্বর জনৈক সাগর কর্মকার,সাং-৪/৪ প্রসন্ন পোদ্দার লেন, তাতীবাজার, ঢাকা বাদি হয়ে ঢাকার সাইবার ট্রাইবুনালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর বিরুদ্ধে বাদী মামলাটি দায়ের করেছিলেন। 

উল্লেখ্য,বিগত ১০ নভেম্বর ২২ইং তারিখে ভারত বনাম ইংল্যান্ড টি টুয়েন্টি ক্রিকেট খেলার পরে ফেসবুক স্টাটাসে বিবাদী কমেন্ট করেন, “খুব শান্তি পেলাম। মা- উন রা হারলে খুব  ভাল লাগে”। 

এরপরই সোস্যাল মিডিয়ায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। বাদীর পক্ষে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল সঞ্জু। তাঁকে সহযোগিতা করেন অ্যাড.মৃনাল কান্তি রায় ও অ্যাড.সুব্রত বিশ্বাস প্রমুখ।

Categories: আইন-আদালত,শীর্ষ সংবাদ

Leave A Reply

Your email address will not be published.