শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

রুট পারমিট নিয়ে বিভ্রান্তিতে চালকরা

অনলাইন ডেস্ক:- করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশে সাত দিনের লকডাউন চলছে। তবে লকডাউনের মধ্যেও দেশের সিটি শহরগুলোতে চলছে গণপরিবহন। কিন্তু পরিবহনের রুট পারমিট নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন বাসচালকরা। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলীর আমিন বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা থেকে সাভার পর্যন্ত যাওয়া গণপরিবহনগুলোকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘুরিয়ে ঢাকার পথে যেতে বলছেন। যার কারণে যাত্রীরা সেখানে নেমে পায়ে হেঁটে সাভারের দিকে যেতে হচ্ছেন। এদিকে, বাসচালকরা বলছেন তাদের রুট পারমিট সাভার পর্যন্ত রয়েছে। তাই তারা সাভার পর্যন্ত যাত্রী নিয়ে যেতে চান। কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী সিটির বাইরে বাস চলাচল নিষেধ, তাই পুলিশ তাদের ফিরিয়ে দিচ্ছেন। 

ঠিকানা পরিবহনের বাসচালক মোহাম্মদ আক্কাস মিয়া বলেন, ‘লকডাউনের মধ্যে গণপরিবহন সীমিত আকারে চলছে। আমরা সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছি। আমাদের বাস নিউমার্কেট থেকে সাভার পর্যন্ত রুট পারমিট থাকলেও এখন আমিনবাজারের ওপাশে যেতে দেওয়া হচ্ছে না। যাত্রী নিয়েছি সাভারের কথা বলে। কিন্তু আমিন বাজার এলাকায় এলেই পুলিশ আমাদের বাস ঘুরিয়ে ঢাকার দিকে যেতে বলছে। যার কারণে যাত্রীদের তোপের মুখে পড়তে হচ্ছে আমাদের।’

রায়হান শেখ নামে এক যাত্রী বলেন, ‘আমি সাভার যাবো। সেখানে আমার অফিস। বাসে উঠলাম সাভার বলে ডাকছে দেখে। কিন্তু এখন আমিন বাজার পর্যন্ত এসে নামিয়ে দিয়েছে। ভাড়া ঠিকই ৬০ শতাংশ বাড়িয়ে নেওয়া হয়েছে। এখন কীভাবে যাবো?’

আমিনবাজার এলাকায় দায়িত্বরত মোহাম্মদ হুমায়ুন নামে পুলিশ কর্মকর্তা বলেন, ‘সকাল থেকেই রাজধানীর গণপরিবহনগুলো আমিন বাজার এলাকায় এসে ভিড় জমাচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সিটির বাইরে কোনো পরিবহন যেতে পারবে না। তাই আমরা সিটির বাইরে কোনো পরিবহন যেতে দিচ্ছি না। কিন্তু পরিবহন শ্রমিক বা চালক এবং যাত্রীরা সেটা কিছুতেই বুঝতে চাচ্ছেন না। তারা রুট পারমিটের কথা বলছেন। লকডাউনের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেখানে রুট পারমিট দেখিয়ে তো কোনো লাভ নেই। আমরাতো সরকারি নির্দেশনা পালন করছি।’

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.