শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

কেবিনে শিফট হলেন সৌরভ, খোঁজ নিলেন লক্ষ্মণ

অনলাইন ডেস্ক:-অস্ত্রোপচারের পর সৌরভের শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিসিইউ থেকে তাকে কেবিনে শিফট করা হয়েছে, জানিয়েছেন তার চিকিৎসক ডা. আফতাব খান এবং ডা. অশ্বিন মেহতা। 

গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির উপস্থিতিতে এনজিওপ্লাস্টির পর স্টেন্ট বা রিং বসানো হয় সৌরভের। 

এদিকে বিসিসিআই সভাপতির অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। রাজনীতিবিদ থেকে শুরু করে সাবেক সতীর্থ সৌরভকে দেখতে ভিড় করেন হাসপাতালে। এবার তাকে দেখতে কলকাতা ছুটে এসেছেন ভিভিএস লক্ষ্মণ। সৌরভ গাঙ্গুলির দলে অন্যতম সদস্য ছিলেন ভিভিএস। প্রিয় অধিনায়কের অসুস্থতার কথা শুনে কলকাতায় চলে আসেন ভারতীয় দলের একসময়ের টেস্ট স্পেশালিস্ট। সন্ধ্যার দিকে হাসপাতালে পৌঁছান লক্ষ্মণ। সৌরভের সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খোঁজখবর নেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান।

এর আগে সৌরভকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.