মঙ্গলবার ১৭ বৈশাখ, ১৪৩১ ৩০ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

সোনার আরেক দফা দাম বাড়ল

অনলাইন ডেস্ক: দিন দিন স্বর্ণের দাম বেড়ে যেনো আকাশছোয়া। সেই দাম আরেক দফা বেড়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে বিভিন্ন মানের সোনা।

নতুন দামের বিষয়টি গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্প‌তিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হলো।

বর্তমানে প্রতি ভরি স্বর্ণে চার হাজার ৪৩২ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাজুস। বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তিতে।

নতুন দামে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম চার হাজার ৪৩২ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭৪ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৩১৮ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি ৫৪ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

সূত্র: কালের কন্ঠ

বিষেরবাশিঁ.কম/ডেস্ক/মৌ দাস

Categories: অর্থনীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.