শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

রিকশাচালকের পকেটেও সাংবাদিক পরিচয় পত্র!

সুভাষ সাহা : 

মাত্র কয়েকদিন আগের ঘটনা!

গত ৩০ ডিসেম্বর শুক্রবার ছুটির দিন সকাল প্রায় ৯ টা হবে। যানবাহন মুক্ত ফাঁকা রাস্তা। জরুরি কাজে খুব তাড়া ছিল। নারায়ণগঞ্জে চাষাড়া বিজয় স্তম্ভের মোড়ে উল্টো পথে ইউটার্ন করতে বলি। পুলিশের ভয়ে তিনি রাজি নন! বারবার অনুরোধ করি,তাতেও না। পুলিশ কিছু করলে দেখবো বলার পরও না.…।

এ পর্যায়ে তিনি পকেট থেকে তাঁর একটি আইডি কার্ড আমাকে দেখিয়ে বলেন,”এই যে স্যার,আমার কার্ড আছে”। কিসের কার্ড? বলেন,সাংবাদিক! 

মেজাজ কি আর থাকে?

দেরি না করে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে….

পরের ঘটনা ভিডিও দেখুন… 

https://fb.watch/hY2rI8nTcr/

কার্ড দেখে চোখ রিতিমত ছানাবড়া অবস্থা। সাংবাদিকের পরিচয়পত্র না ভিজিটিং কার্ড তা নিয়ে পড়ে গেলাম দ্বিধাদ্বন্দ্বে। সাংবাদিকের আইডিকার্ডে একটি প্রতিষ্ঠান ও পদবী থাকে কিন্তু খন্দকার মাসুদুর রহমান ওরফে দিপুর আইডি কার্ডের প্রথমে লেখা ‘সম্পাদক দৈনিক অবপরাধ রিপোর্ট’ এর পর ‘চেয়ারম্যান আপডেট ৭১টিভি.কম’ আর সব শেষে রয়েছে ‘সম্পাদক ও প্রকাশক নিউজ স্বাধীন বাংলা’। একই সাথে তিনি তিনটি গণমাধ্যমের মাহা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও দিব্বি রিকাশা চালাচ্ছেন।

এই যখন সাংবাদিকতার অবস্থা! 

মিডিয়া উয়াচ টাইম লাইন সূত্রে তথ্যমন্ত্রীর একটি বার্তা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি।

একজন সচেতন নাগরিক হিসেবে সম্মানিত তথ্যমন্ত্রী মহোদয়ের  ‘কাছে’ জানতে চাইতেই পারি…

আর কবে মানদণ্ড তৈরি করবেন?

২০১৩-১৪ সালে দুই দফায় প্রায় ৩,০০০ (তিন হাজার) নিউজ পোর্টালের আবেদনপত্র পিআইডি’র নির্ধারিত ফরমেটে জমা দেয়ার পর  ৯ বছর চলে গেল!

গত বছর অনুর্ধ ১০০ জনকে নিবন্ধন দিয়েছেন। এরমধ্যে অধিকাংশই মুর্খ বকলম!

তিন/চার দফায় বিভিন্ন এজেন্সির রিপোর্টও জমা হলো সংশ্লিষ্ট তথ্য অধিদপ্তরে। ইতোমধ্যে কয়েকলাখ ভুয়া সাংবাদিক মাঠে তৎপর…।

চোর-বাটপার রিকশাচালক,ইজিবাইক চালক পর্যন্ত  সাংবাদিক কার্ড বহন করে অলিগলি দাবড়ে বেড়াচ্ছে !

তিন হাজার আবেদনকারী সবাইকে নিবন্ধন দেয়া হলেও অন্তত বর্তমান অস্বস্তিকর পরিস্থিতির অবতারণা হতোনা। এ অবস্থার জন্য কে দায়ী?

Categories: অপরাধ ও দুর্নীতি,মিডিয়া

Leave A Reply

Your email address will not be published.