শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

‘শুধু দেবী রূপে পূজা নয়, চাই নারীর সম্পত্তির অধিকার’

অনলাইন ডেস্ক : বাংলাদেশের হিন্দু আইনে বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার ও স্বামীর মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তিতে স্ত্রীর অধিকার দাবি করেছেন পার্থ সারথী মজুমদার নামে এক ব্যক্তি। মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি এ দাবি জানান।

এ সময় পার্থ সারথী মজুমদার ‘দেবী রূপে পূজা নয়, চাই নারী রূপে হিন্দু নারীর সম্পত্তির অধিকার’ স্লোগানে একটি প্ল্যাকার্ডসহ তার কন্যাশিশুকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।

ঢাকার মালিবাগের বাসিন্দা পার্থ সারথী মজুমদার বলেন, ‘বাংলাদেশের হিন্দু আইনে এখনও নারীরা তার বাবা কিংবা স্বামীর সম্পত্তিতে কোনও অংশ পান না। আমরা শুধু পূজা-পার্বণে দেবীর আরাধনা করি। কিন্তু যে দেবী এসেছেন নারী রূপে, সেই নারীকে আমরা অধিকার দিচ্ছি না। নারীরা সম্পত্তির ভাগ পাচ্ছে না।

তিনি বলেন, ‘বাংলাদেশের হিন্দু নারীরা তাদের সম্পত্তির অধিকার পান না। আমার দাবি, বাংলাদেশের হিন্দু আইন সংস্কার করে নারীদের সম্পত্তির অধিকার দেওয়া হোক।

বিষেরবাঁশী .কম / ডেস্ক

Categories: খোলা বাতায়ন,চিত্র-বিচিত্র,জাতীয়,ধর্ম ও নৈতিকতা,শীর্ষ সংবাদ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.