অনলাইন ডেস্ক : নির্ভীক প্রাণে মহৎ কীর্তি’ শ্লোগানকে ধারন করে বিষেরবাঁশী গুণীজনসম্মাননা – ২০১০ যুগপূর্তী , বিষেরবাঁশী পদক ও গুণীজন সম্মাননা – ২০২২ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
‘বিষেরবাঁশী সম্মাননা উদযাপন পরিষদ‘ এর পক্ষ থেকে স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জের যোগ্যতম গুণীজনদের নামের প্রস্তাব আহ্বান করা যাচ্ছে।
প্রস্তাবিত গুণীজনদের জীবনবৃত্তান্ত পর্যালোচনা সাপেক্ষে অক্টোবর ২০২২ এর শেষ সপ্তাহে সম্মাননাপ্রাপ্ত আট গুণীজনের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।
এ ব্যাপারে শুভানুধ্যায়ীদের কাছ থেকে যোগ্যতম গুণীদের নামের প্রস্তাব ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
নিবেদক
সুভাষ সাহা।
সম্পাদক,সাপ্তাহিক বিষেরবাঁশী, বিষেরবাঁশী ডটকম ও
সভাপতি,বিষেরবাঁশী সম্মাননা উদযাপন পরিষদ ২০২২।
লিঙ্ক:বিষেরবাঁশী গুণীজন সম্মাননার ২০১০ (পুনপ্রচার)
বিষেরবাঁশী .কম / ডেস্ক