শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ফিলিপিন্সে ঘূর্ণিঝড়ে অন্তত ৩৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:- ফিলিপিন্সে শক্তিশালী ঘূর্ণিঝড় রাইয়ের আঘাতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ আছেন বেশ কয়েকজন।

শনিবার এক বিবৃতিতে ফিলিপিন্স কর্তৃপক্ষ জানায়, ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

গত বৃহস্পতিবার ফিলিপিন্সের পর্যটননির্ভর দ্বীপ সিয়ারগাওতে তাণ্ডব চালায় শক্তিশালী ঘূর্ণিঝড় রাই। ঝড়ে অঞ্চলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা দ্বীপ।

ফিলিপিন্সের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা জানায়, ঝড়ের প্রভাব পড়েছে আশপাশের কয়েকটি প্রদেশে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন সেনাবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড ফায়ার সার্ভিসের প্রায় ২০ হাজার সদস্য। শনিবারও বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করেছে কর্তৃপক্ষ।

এদিকে ঝড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকা এখনো তলিয়ে আছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় মানুষ। তবে, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

তিনি বলেন, মহামারি করোনার জন্য একটা বাজেট রাখা আছে। তবে, ঝড়ের জন্য আমরা আরও অর্থ সংগ্রহ করছি, যা ক্ষতিগ্রস্তদের মাঝে বণ্টন করা হবে।

বর্তমানে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে দক্ষিণ চীন সাগর দিয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.