রবিবার ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ ১০ ডিসেম্বর, ২০২৩ রবিবার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক:- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরাইলের শাহবাজপুর এলাকার জনা মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস মিয়ার ছেলে আমজাদ (৩০)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। ভোরে নিজেদের বাড়ি থেকে সিএনজিযোগে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.