অনলাইন ডেস্ক:- মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারা দেশে মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও বাড়তে পারে রাতে।
সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার এমন অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। তবে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে দিনের তুলনায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা