শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ক্ষমা চাইলেন মুরাদ হাসান

অনলাইন ডেস্ক :- মুরাদ হাসান পদত্যাগপত্র তার দপ্তরে পাঠিয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পদত্যাগপত্র ইমেইল করে পাঠান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদত্যাগ’র নির্দেশ দেয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন মুরাদ হাসান ।

এরপর দুপুরে এক স্ট্যাটাস দেন ফেসবুকে । সেখানে তার ভুলের জন্য ক্ষমা চান তিনি ।

আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।  জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন মুরাদ হাসান । এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে আক্রমণ করেন । এতে ঝড় ওঠে নিন্দার । রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অশালীন ভাষায় ঘায়েল করার এই চেষ্টার পর প্রতিবাদ জানায় বিএনপি।

নারী নেত্রীরাও এর সমালোচনা করেন। এই ধরনের বক্তব্য দিয়েও কীভাবে মন্ত্রিসভায় থাকেন, সেই প্রশ্ন তোলে বিভিন্ন সংগঠন তিনি।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / ঝিনুক

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.