শনিবার ৮ আশ্বিন, ১৪৩০ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ শনিবার

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক:-রাজধানীর ভাটারায় প্রাইভেটকারের ধাক্কায় হায়াতুল্লাহ ওরফে হায়াতুল (৩০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

হায়াতুলের চাচাতো ভাই আলী হোসেন জানিয়েছেন, হায়াতুল পেশায় প্রাইভেটকারচালক। বিকালে মালিকের বাসায় প্রাইভেটকার রেখে নিজের বাইসাইকেলে কুড়িলের বাসায় ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার তারাইকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে হায়াতুল স্ত্রী রোমালা আক্তার ও পাঁচ সন্তান নিয়ে কুড়িল মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

বিষেরবাঁশী.কম /ডেস্ক / রূপা

Categories: রাজধানী

Leave A Reply

Your email address will not be published.