শনিবার ৮ আশ্বিন, ১৪৩০ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ শনিবার

বকশীবাজারে সড়ক অবরোধ কলেজের ছাত্রীরা

অনলাইন ডেস্ক : বাসে হাফ ভাড়া নিয়ে লাঞ্ছনা করার অভিযোগে পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করেছেন বেগম বদরুন্নেসা সরকারি গার্লস কলেজের ছাত্রীরা। 

রোববার (২১ নভেম্বর) সকালে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রীরা । এসময় বুয়েট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও হোসেনি দালান সংলগ্ন সড়কে সৃষ্টি হয় যানজটের । 

বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে পুরান ঢাকার বকশীবাজার মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন । এতে যানজট সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে কলেজের প্রিন্সিপালের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান পুলিশ। শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন । পুলিশের আশ্বাসে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সড়ক ছাড়েন তারা। 

এ বিষয়ে চকবাজার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কুদরাত-ই খুদা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিষেরবাশী.কম / ডেস্ক / ঝিনুক

Categories: জাতীয়,শিক্ষা,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.