অনলাইন ডেস্ক : করোনার সংক্রমণ বিশ্বেই বাড়ছে শীত বাড়ার সঙ্গে সঙ্গে । গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে।এর পরই আছে রাশিয়া। গত ১ দিনে মারা গেছে ১ হাজার ২৫৪ দেশটিতে । ৩য় স্থানে আছে ইউক্রেন দৈনিক মৃত্যুর দিক থেকে ।
বাংলাদেশে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে এ ভাইরাসটি। গত১ দিনে বাংলাদেশে মারা গেছে ৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১৬৩ জন।
তবে, গত ২মাস আগে করোনা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখন পরিস্থিতি আবারও জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৯৫ জনের আক্রান্ত হয়েছে । এদের মধ্যে ৭ লাখ ৯১ হাজার ৯৮ জন মারা গেছেন ।
আর দেশটিতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭৬ লাখ ৬ হাজার ১২২ জন। গত১ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৮২৯ জন যুক্তরাষ্ট্রে ।
বিষেরবাঁশী.কম / ডেস্ক / ঝিনুক