অনলাইন ডেস্ক:- ভর্তি পরীক্ষা হচ্ছে পরিবহন ধর্মঘটের মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সাত কলেজের স্নাতক ১ম বর্ষ ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটের শুরু হয়েছে পরীক্ষা । ৪১ হাজার ৯৪ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছেন। ১১টায় পরীক্ষা শেষ হবে ।
দ্বিতীয় দিনের মতো সারা দেশে বাস ধর্মঘট চলছে ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাসের ভাড়া সমন্বয় করার দাবিতে । নানা উপায়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান শিক্ষার্থীরা পায়ে হেঁটে রিকশা, সিএনজিসহ । ভোগান্তির কথা জানান তারা নিজেদের ।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, পরীক্ষার তারিখ শিডিউল আমাদের পূর্ব নির্ধারিত ছিল। তাই পেছানোর বা স্থগিতের সুযোগ নেই।
বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গতকাল । আগামী ১৩ নভেম্বর ভর্তি পরীক্ষা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের হবে।
বিষেরবাশীঁ.কম / ডেস্ক / ঝিনুক