অনলাইন ডেস্ক:- নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের ফতুল্লার কাশিপুর এলাকায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা কারাগারের কাছে এবং ভুঁইগড় কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা তিনটি ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের ফতুল্লার কাশিপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শোয়াইব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা আরও একজন আহত হন। নিহত শোয়াইব (২০) ফতুল্লার ইসদাইর (নানাবাড়ি) এলাকার আবু মঈনের ছেলে।
রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা কারাগারের কাছে রাস্তা পারাপারের সময় জাহান আরা বেগম নামে এক নারী পিকআপভ্যানের চাপায় নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপভ্যান ফেলে চালক পালিয়ে যায়।
এ ছাড়া বুধবার ভোর ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় কড়ইতলা এলাকায় অজ্ঞাত এক গাড়িচাপায় ৭০ বছর বয়স্ক এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক কেউ তার নাম-পরিচয় বলতে পারেনি।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা