শনিবার ৮ আশ্বিন, ১৪৩০ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ শনিবার

আরও টিকা আসছে বৃহস্পতিবার রাতে

অনলাইন ডেস্ক:- সোমবার রাতে সিনোফার্মের ১০ লাখ ডোজ ও অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান পৌঁছায় ঢাকায় । দেশেটিতে মোট করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, চীনের সিনোফার্মের তৈরি ৫৫ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার রাতে দেশে আসবে বলে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে , সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ও রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আগামী বৃহস্পতিবার রাত ১১টায় সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা জানা যায়। এদিকে দেশে প্রাণঘাতি করোনাভাইরাস মোকবিলায় এতদিন প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হলেও গত বৃহস্পতিবার থেকে স্কুলগামী শিশুদের টিকা প্রদান শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে ১ কোটির বেশি শিশুকে করোনা টিকা দেওয়া হবে।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / ঝিনুক 

Categories: করোনা ভাইরাস,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.