শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

মহামারি করোনায় প্রাণ হারাচ্ছেন হাজার ও মানুষ

অনলাইন ডেস্ক :- মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ হাজার বেশি মানুষ প্রান হারালেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি । তবে ১ দিনের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের মতে, সোমবার (১৮ অক্টোবর) সকাল এখন পর্যন্ত বিশ্বে করোনায় শনাক্ত হয়েছে ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৬৬৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ১৪ হাজার ৯২ জন। আর সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৮৭ লাখ ১৬ জন

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন এবং ৭ লাখ ৪৪ হাজার ৫৪৬ জন মানুষ মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে ১ম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেন।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / ঝিনুক

Categories: আন্তর্জাতিক,করোনা ভাইরাস

Leave A Reply

Your email address will not be published.