বৃহস্পতিবার ৫ বৈশাখ, ১৪৩১ ১৮ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার

ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক: ফুটবলের মতো ফুটসালেও সেরা ব্রাজিল। এখানেও তারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু ষষ্ঠ বিশ্বকাপ পাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ করলো সেলেসাওরা। লিথুনিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের সেমিফাইনালে তাদের ২-১ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।

৪০ মিনিটের খেলায় ভাপোরাকির গোলে ১১ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন বরুতো। ১৭ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান ফেরাও। এরপর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি সেলেসাওরা।

ফাইনালে উঠে আর্জেন্টাইন কোচ মাতিয়াস লুকিক্স বলেন, ‘নিশ্চিত ছিলাম যে, তারায় ভরপুর এই ব্রাজিল দলকে হারাতে সক্ষম আমরা। আমাদের সংগ্রাম করতে হয়েছে। তাদের প্রতিটি আঘাত সামলানোর জন্য মানসিকতা শক্ত রাখতে হয়েছে। এটা কাজে লেগেছে এবং আমরা ফাইনালিস্ট।’

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.