শনিবার ৮ আশ্বিন, ১৪৩০ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ শনিবার

১৭ কেজি গাঁজাসহ ঢাকায় ৫৭ জনকে গ্রেফতার

অনলাইন ডেস্ক:- বিপুল গাঁজা, ইয়াবাসহ ৫৭ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮,৬৩৯ পিস ইয়াবা বড়ি, ১৭০ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৯৪৬ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা ও ৭৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা

Categories: রাজধানী

Leave A Reply

Your email address will not be published.