অনলাইন ডেস্ক:
ভিকি জাহেদের পরিচালনায় মেহজাবীন-আফরান নিশো অভিনীত গত ঈদের অন্যতম আলোচিত নাটক ছিল ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ে প্রচারের পর থেকেই প্রশংসায় ভেসেছে নাটকটি। ইউটিউবেও সাড়া ফেলেছে। দর্শক চাহিদার কথা বিবেচনা করে ‘পুনর্জন্ম ২’ নিয়ে আবার আসছেন ভিকি জাহেদ।

সম্প্রতি নাটকের মুখ্য চরিত্রে থাকা মেহজাবিন তার ফেসবুক একাউন্ট থেকে পুনর্জন্ম ২ এর পোস্টার রিলিজ করলেন, সাথে জানিয়ে দিলেন মুক্তির তারিখও। চ্যানেল আইয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১লা অক্টোবরেই মুক্তি পেতে চলেছে পুনর্জন্ম ২।
বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ