বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

সাপ্তাহিক লেনদেনের ২৩ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

অনলাইন ডেস্ক:- গত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৩ শতাংশের বেশি হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ৩৭৮ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৩ দশমিক ২৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে। ১০ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারে। কোম্পানিটির ৪ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৮০৮টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

যা গত সপ্তাহের মোট লেনদেনের ৫ দশমিক ৩০ শতাংশ। ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে-লংকাবাংলা ফাইন্যান্সে ৩ দশমিক ৩৭ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৩ দশমিক ০২ শতাংশ, সাইফ পাওয়ারটেকে ১ দশমিক ৮৩ শতাংশ, বিএটিবিসিতে ১ দশমিক ৮০ শতাংশ, লাফার্জহোলসিমে ১ দশমিক ৭০ শতাংশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসে ১ দশমিক ৬৮ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১ দশমিক ৬৫ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সে ১ দশমিক ৪৫ শতাংশ ও ডেল্টা লাইফ ইনসিওরেন্সে ১ দশমিক ৪৪ শতাংশ লেনদেন হয়েছে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: অর্থনীতি

Leave A Reply

Your email address will not be published.