শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

সৈকতে নেমে প্রাণ হারালেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

অনলাইন ডেস্ক:- 

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে এবার প্রাণ গেলো ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের সী-গাল পয়েন্টে ওই ঘটনা ঘটে।

সাগর জলের নির্মমতার শিকার তৌফিক মকবুল (২৩) ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে এবং ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইন্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বীচ ম্যানেজমেন্ট কমিটি জানায়, বুধবার তিন বন্ধু সাগরে গোসলে নামে। তারা ভাটার টানে ভেসে যায়। পরে লাইফগার্ডের সদস্যরা তিনজনকেই উদ্ধার করে। তৌফিকের বন্ধু সাদমান সাকিব বলেন, তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমান বলেন, তিন বন্ধুর মধ্যে একজন মারা গেছেন। এছাড়া ঢাকার মোহাম্মদপুরের মৃত সাজিদুল করিমের ছেলে সোয়াদ আহমদ ইয়াছিন (২২) অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, তৌফিকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে গত ২১ আগস্ট বিকেলে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় কক্সবাজার শহরের স্কুল শিক্ষার্থী ইরফানুল হক মাহির (১৪)। পরদিন (২২ আগস্ট) রাত ৯টার দিকে সৈকতের কলাতলীর সায়মন পয়েন্টে ভেসে আসে তার মরদেহ। এ ঘটনার ১৭ দিনের মাথায় সাগর জলের নির্মমতার শিকার হলেন ঢাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক মকবুল।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.