শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

পাবনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক:-

পাবনার সাঁথিয়ায় গৃহবধূ তাজরিন খাতুনকে (২৮) আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেনকে (৪০) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আলমগীর হোসেন সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রকিব বলেন, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর যৌতুকের টাকা না পেয়ে আলমগীর তার স্ত্রী তাজরিনকে আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন ১৮ সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: আইন-আদালত

Leave A Reply

Your email address will not be published.