শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

জয় দিয়ে মিশন শুরু এসি মিলানের

অনলাইন ডেস্ক :জয় দিয়ে ইতালিয়ান ফুটবল লিগ সিরি‌’আ শুরু করেছে এসি মিলান। নিজেদের প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্টিফানো পিওলির দল।

ইতালিয়ান লিগ সিরি আ’র ১৮বারের চ্যাম্পিয়ন এসি মিলান। এক সময়ে ইতালিয়ান ফুটবলে রাজত্ব করা রসোনেরিদের আগের সে তেজ আর নেই। ২০১০-১১ মৌসুমে সবশেষ সিরি আ’র শিরোপা ঘরে তুলেছিল তারা। তবে গেল মৌসুমটা দুর্দান্ত কেটেছে মিলানের। রানার্সআপ হয়ে লিগ শেষ করেছে দ্য রেড অ্যান্ড ব্ল্যাক।

এবারও ভাল শুরুর আশায় ছিলো এসি মিলান। প্রথম ম্যাচেই স্টিফানো পিওলিকে হতাশ করেননি শিষ্যরা। সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচে তাদের মাঠেই ছড়ি ঘুরিয়েছে মিলান। ৯ মিনিটেই আসে সাফল্য। গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার ব্রাহিম দিয়াজ। 

এরপর চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি সাম্পদোরিয়া। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

এই জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে আছে তারা।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.