বৃহস্পতিবার ৫ বৈশাখ, ১৪৩১ ১৮ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত

অনলাইন ডেস্ক :-কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ১৫ ঘণ্টার মাথায় এই দুর্ঘটনা ঘটলো।

মঙ্গলবার (২৭ জুলাই) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ভিলিজারপাড়ার সৈয়দ আলমের বাড়িতে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে মাটির নিচে চাপা পড়ে যাওয়া সৈয়দ আলমের ৫ সন্তানের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলেন সৈয়দ আলমের ছেলে- শুক্কুর, জুবাইর, আবদুর রহিম এবং মেয়ে কহিনুর ও জাইনবা।

জানা যায়, সোমবার সকাল থেকে শুরু হওয়া বর্ষণ থেমে থেমে অব্যাহত রয়েছে। এতে নরম হয়ে রয়েছে পাহাড়ের মাটি। মঙ্গলবার রাতের টানা বৃষ্টিতে পাহাড়ের কিছু অংশ ধসে গিয়ে সৈয়দ আলমের বাড়ির ওপর পড়ে। এতে চালাসহ চাপা পড়ে বাড়ির ঘুমন্ত সদস্যরা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাতে টেকনাফের হ্নীলার ভিলিজারপাড়ায় সৈয়দ আলম নামের এক ব্যক্তির বাড়িতে পাহাড় ধসে ওই পরিবারের ৩ ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফ থানার পুলিশ সদস্যরা এখনো ঘটনাস্থলে রয়েছে।

এদিকে, ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.