শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

বেড়েছে মানুষের চলাচল, গাড়িতে নকল স্টিকার ব্যবহার

অনলাইন ডেস্ক : 

ঈদের পর ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর চিত্র দেখা গেছে একটু ভিন্ন রকম। মোড়ে মোড়ে চেকপোস্ট আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকলেও সড়কে বেড়েছ মানুষের চলাচল। কোথাও কোথাও মানুষের জটলাও দেখা গেছে।

নানা প্রয়োজনের পাশাপাশি বিনা কারণেও বের হচ্ছে মানুষ। বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে গাড়িতে চড়ে গুনতে হয়েছে জরিমানা। অকারণে বের হয়ে পর্যাপ্ত কারণ না দেখাতে পারায় অনেকেই আটক হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

No description available.

আজ সোমবার (২৬ জুলাই) রাজধানীর আব্দুল্লাহপুর, বিমানবন্দর, বাড্ডা, রামপুরা, মালিবাগ ও শাহবাগ এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: রাজধানী

Leave A Reply

Your email address will not be published.