বৃহস্পতিবার ৫ বৈশাখ, ১৪৩১ ১৮ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার

পাকিস্তানি সাবেক রাষ্ট্রদূতের মেয়েকে শিরশ্ছেদ

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত শওকত মুকাদ্দামের ২৭ বছর বয়সী কন্যা নূর মুকাদ্দাম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত সপ্তাহে রাজধানী ইসলামাবাদের উচ্চপদস্থ পাড়ার একটি বাড়িতে তাকে শিরশ্ছেদ করে খুন করা হয়। খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ জুলাই নূর মুকাদ্দামের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেদিনের পরে ঘটনাস্থল থেকে জহির জাফর নামে সন্দেহজনক একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নিহতের বন্ধু বলে জানা গেছে।

জাফরের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এক প্রেস কনফারেন্সে সিনিয়র পুলিশ অফিসার আতাউর রহমান বলেন, মাদক ব্যবহারের ইতিহাস থাকা সত্ত্বেও জহির জাফরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।

Another day. Another woman brutally killed. Another hashtag. Another trauma. Another (likely) unsolved case. Another trigger. Another fear fest. Another rage roar. Another eid.

‘Protection of women’ bill oppose kernay walon ko mubarik. #JusticeForNoor

— MEESHA SHAFI (@itsmeeshashafi) July 21, 2021

পুলিশ নিশ্চিত করেন যে, ঘটনা ঘটার আগে থেকেই একে অপরের সঙ্গে পরিচিত ছিলেন জহির জাফর ও নূর মুকাদ্দাম। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.