রবিবার ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ ১০ ডিসেম্বর, ২০২৩ রবিবার

মেয়ের শ্বশুরবাড়িতে ১০০০ কেজি মাছ, ২৫০ কেজি মিষ্টি পাঠালেন বাবা

অনলাইন ডেস্ক : পৃথিবীর প্রায় প্রতিটি বাবা চায় তার মেয়ে শ্বশুরবাড়িতে সুখে থাকুক। অার সেটি নিশ্চিত করতে বাবারা সব রকমের চেষ্টা করে যান। প্রায় সময়ই উপহারসহ বিভিন্ন সামগ্রী পাঠিয়ে থাকেন, যেন মেয়ে এটা মনে না করতে পারে যে নিজের বাড়ির লোকেরা তাকে ভুলে গেছে। এবার নিজের মেয়েকে খুশি করতে বিশাল কাণ্ড ঘটিয়ে হইচই ফেলে দিয়েছেন এক বাবা।

ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির বাসিন্দা বাত্তুলা বলরাম কৃষ্ণ পেশায় একজন ব্যবসায়ী। সম্প্রতি পুদুচেরিতে পবন কুমার নামের এক ব্যক্তির সঙ্গে নিজের মেয়ে প্রত্যুশার বিয়ে দিয়েছেন। মেয়ের জামাইও ব্যবসায়ী।

No description available.

সম্প্রতি তেলুগু ঐতিহ্য অনুসারে অশধ মাসম (পবিত্র মাস) উপলক্ষে মেয়ের বাড়িতে ১০০০ কেজি মাছ উপহার পাঠিয়েছেন বাত্তুলা বলরাম কৃষ্ণ। এছাড়া মিষ্টি, ছাগল, সবজি ও আচারও পাঠিয়েছেন।

জানা গেছে, উপহারের তালিকায় ছিল ১ হাজার কেজি মাছ, ১ হাজার কেজি সবজি, ২৫০ কেজি চিংড়ি, ২৫০ কেজি মুদি সামগ্রী, ২৫০ শিশি আচার, ২৫০ কেজি মিষ্টি, ৫০টি মুরগি ও ১০টি ছাগল। ট্রাকে করে এগুলো পাঠানো হয়েছে। যা দেখে শ্বশুরবাড়ির লোকেরা হতভাগ।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: অন্য দুনিয়া

Leave A Reply

Your email address will not be published.