শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ধামইরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু

অনলাইন ডেস্ক :নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, সোমবার (১৯ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার অধিকাংশ এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে আকাশে প্রচণ্ড বিদ্যুৎ ঝলকানির সাথে বজ্রপাত সংঘটিত হয়। এতে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকউমর দক্ষিণপাড়া গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৫৯) বাড়ীর উত্তর মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।

এছাড়া একই সময় ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আলতাদিঘী গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩১) তার নিজ জমিতে কৃষি কাজ করা অবস্থায় এবং জগদল গ্রামের হেলাল হোসেন এর মেয়ে বৃষ্টি খাতুন (১৫) মাঠ থেকে গরু নিয়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতের কারণে মারা যায়। রাসেল মাহমুদ ও বৃষ্টি খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন বজ্রপাতে তিনজনের মৃত্যু খবর নিশ্চিত করে বলেন, লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষে থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.