শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

অনলাইন ডেস্ক:- কক্সবাজারের উখিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ করিম ওরফে কলিমুল্লাহ (৩২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত রোহিঙ্গা করিম ওরফে কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান। তিনি উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নির আহমেদের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার ভোরে উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫-এর উপঅধিনায়ক তানভীর হাসান।

তিনি বলেন,  উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গা ডাকাত গ্রুপের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে তারা।

আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে কলিমুল্লাহর মরদেহ পাওয়া যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষেরবাঁশী.কম/ ডেস্ক/ রূপা

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.