শনিবার ১৮ চৈত্র, ১৪২৯ ১ এপ্রিল, ২০২৩ শনিবার

ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক :-

করোনা প্রতিরোধের টানা লকডাউনে দুর্গত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৪১নম্বর ওর্য়াড আওয়ামী লীগ। এই ওয়ার্ড আওয়ামী লীগ গত এক সপ্তাহ ধরে বাড্ডা এলাকার খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও ছোট ছোট দোকানিকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বাড্ডার সাঁতারকুল বাজার, সাঁতারকুল স্কুল রোড ও কাজী বাড়ি মোড় এলাকায় ১শ’ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ডা. আব্দুল মতিন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারুক মিলন।

No description available.

প্রত্যেক পরিবারের ঘরে গিয়ে খাবার পৌঁছে দেন নেতৃবৃন্দ। প্রতিটি প্যাকেটে খাদ্য দেওয়া হয় ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১ লিটার তেল।

এছাড়া স্বাস্থ্য সচতেনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। গরীব ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। ঘরে ঘরে খাদ্য বিতরণে ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.