বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২২ মৃত্যু

অনলাইন ডেস্ক :-কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ ও ১০ জনের করোনা উপসর্গ ছিল।

শুক্রবার (০৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

ডা. আবদুল মোমেন জানান, হাসপাতালে বর্তমানে করোনা নিয়ে ১৮৭ ও করোনা উপসর্গ নিয়ে ৯৩ মোট ২৮০ জন ভর্তি রয়েছেন। পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে ২২০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৭৭ শতাংশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, জেলার সর্বত্র করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় ডেল্টা ভাইরাসজনিত কারণে এটা হচ্ছে। শহর থেকে গ্রাম অঞ্চলে এখন করোনার প্রকোপ বেশি। গ্রামের মানুষের মধ্যে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা খুবই কম। করোনা উপসর্গ নিয়ে দেরিতে চিকিৎসা নিতে আসা ও দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভোগা ৫০ বছরের উপরের মানুষের মৃত্যু বেশি হচ্ছে বলেও জানান তিনি।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: করোনা ভাইরাস

Leave A Reply

Your email address will not be published.