শনিবার ১৮ চৈত্র, ১৪২৯ ১ এপ্রিল, ২০২৩ শনিবার

বেশি প্রচার করায় সিনেমা থেকে বাদ পড়লেন নোরা ফাতেহি

অনলাইন ডেস্ক:– বিকাশ বাহুলের আসন্ন সিনেমা ‘গণপথ’। এতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করবেন টাইগার শ্রফ৷ চরিত্রের প্রয়োজনে নিজেকে তৈরি করছেন তিনি।

দুইটি গল্প একসঙ্গে থাকায় সিনেমাটির দুই নায়িকার প্রয়োজন৷ এতে প্রথম পছন্দ করা হয় কৃতি সেননকে। দ্বিতীয় নায়িকার জন্য মিডিয়াপাড়া থেকে সবখানেই গুজব ওঠে নোরা ফাতেহির কথা।

তবে সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, বিকাশ বাহুলের সিনেমা থেকে বাদ পড়ছেন নোরা।

সিনেমাটির জন্য অনেক আগে থেকেই নোরার সঙ্গে কথা পাকাপোক্ত করে রেখেছিলেন পরিচালক। তবে নায়িকার পিআর এজেন্সি থেকে অতিরিক্ত মাত্রায় খবরটি ছড়িয়ে পড়ায় ক্ষুব্দ হয়েছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। অনেকটা শাস্তি দিতেই নাকি নোরাকে বাদ দিয়েছেন তিনি।

ইতিমধ্যে সিনেমাটির পরিচালক তাদের নতুন নায়িকা খোঁজার সন্ধানে বের হয়েছেন। কৃতি স্যাননকে সিনেমাটির দুই গল্পে দেখা গেলেও আরো একটি চরিত্রের জন্য নেওয়া হতে পারে নুপুর সাননকে।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা

Categories: বিনোদন

Leave A Reply

Your email address will not be published.