শুক্রবার ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ৯ জুন, ২০২৩ শুক্রবার

ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ

অনলাইন ডেস্ক:ব্রাজিলে ইতিমধ্যেই পাঁচ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়। কোভ্যাক্সিন আমদানিকে কেন্দ্র করে আর্থ কেলেঙ্কারিতে এসেছে তার নাম। সব মিলিয়ে বোলসোনারোর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ব্রাজিলের জনতা। শনিবার (৩ জুলাই) প্রেসিডেন্টের বিরুদ্ধে তীক্ষ্ণ আক্রমণ-বার্তার প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামে হাজার হাজার বিক্ষোভকারী।

জার্মানি সংবাদ মাধ্যম ডয়েচভেলের বরাতে জানা যায়, প্রেসিডেন্ট-বিরোধী পোস্টার নিয়ে হাজির হয়েছিলেন বিক্ষোভকারীরা। কারও পোস্টারে লেখা ‘প্রেসিডেন্ট গণহত্যাকারী’। কেউ আবার পোস্টারের মাধ্যমে প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের ডাক দিচ্ছিলেন। মোটের উপর বিক্ষোভকারীদের একটাই দাবি আরও ভ্যাকসিন আনার ব্যবস্থা করুক সরকার।

Brazilians stage nationwide protests against President Bolsonaro's Covid  response | The Daily Star

মহামারি পরিস্থিতিতে মাস্ক পরা বা পারস্পরিক দূরত্ব রেখে চলার মতো বিধিনিষেধ পালন— ব্যক্তিগত ভাবে কোনও কিছুকেই কখনও তেমন গুরুত্ব দিতে দেখা যায়নি বোলসোনারোকে। দেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এর ছায়া পড়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। প্রতিষেধক আমদানি নিয়ে বোলসোনারো প্রশাসনের গড়িমসি ঘিরে ইতিমধ্যেই পার্লামেন্টারি কমিটির তদন্ত চলছে। পর্যাপ্ত প্রতিষেধক না-আনিয়ে হাইড্রক্সিক্লোরোকুইনের মতো কম কার্যকর ওষুধের দিকে প্রেসিডেন্টের ঝোঁক নিয়েও প্রশ্ন তুলেছে কমিটি। তার মধ্যে কোভ্যক্সিনের ‘জাল বরাত’ দিয়ে সরকারের টাকা আত্মসাৎ করার চক্রান্তের সঙ্গে প্রেসিডেন্টের নাম জড়ানোয় ক্ষোভে ফুঁসছে ব্রাজিল।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.