শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

মোরেলগঞ্জে ‘মধুমালা’ তরমুজ চাষে সাফল্য

অনলাইন ডেস্ক :মোরেলগঞ্জে নতুন হলুদ প্রজাতির ‘মধুমালা’ তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন কৃষক জাকির শেখ।

উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের কৃষক জাকির শেখ এ বছর চার বিঘা জমিতে তরমুজসহ মাছ ও সবজি চাষ করেন। চাষাবাদ করা তিন প্রজাতির তরমুজের মধ্যে হলুদ প্রজাতির ‘মধুমালা’ নামের তরমুজ অন্যতম।

তরমুজের ভেতরে লাল কিনা বুঝবেন কীভাবে

চাষি জাকির শেখ বলেন, ইউটিউবে দেখে হলুদ প্রজাতির তরমুজ উৎপাদনে তার আগ্রহ জাগে। বছরে তিন বার এ তরমুজ উৎপাদন সম্ভব এবং খুবই সুমিষ্ট।

উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বলেন, জাকির শেখের নতুন প্রজাতির তরমুজের বাম্পার ফলনে অন্যান্য কৃষকও উত্সাহিত হচ্ছে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: অর্থনীতি

Leave A Reply

Your email address will not be published.