শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

জার্মানিতে ডাস্টবিনে মিলল সপ্তদশ শতাব্দীর দুই চিত্রকর্ম

অনলাইন ডেস্ক:জার্মানিতে রাস্তার পাশের একটি ডাস্টবিনে ১৭০০ শতকের দুই ইউরোপীয় শিল্পীর মূল চিত্রকর্ম পাওয়া গেছে। কীভাবে এই চিত্রকর্ম ডাস্টবিনে এলো, তা নিয়ে তথ্য জানানোর জন্য জনগণকে আহ্বান জানিয়েছে পুলিশ। গত মাসে বাভারিয়া রাজ্যের একটি হাইওয়ে সার্ভিস স্টেশনে ৬৪ বছরের এক ব্যক্তি তেল রঙে আঁকা ঐ চিত্রকর্ম দুটি খুঁজে পান। পরে ঐ ব্যক্তি কোলন পুলিশের কাছে চিত্রকর্ম দুটি জমা দেন।

পুলিশ জানায়, প্রাথমিক পরীক্ষায় চিত্রকর্ম দুইটি আসল বলে ধারণা বিশেষজ্ঞদের। কুড়িয়ে পাওয়া ছবিগুলোর একটি ১৬৬৫ সালে ইতালির শিল্পী পিয়েত্রো বেল্লোত্তির আঁকা নিজের হাসিমুখের আত্মপ্রতিকৃতি। ঐ সময় প্রতিকৃতি আঁকার জন্য বিখ্যাত ছিলেন বেল্লোত্তি। অন্য ছবিটি লাল রঙের টুপি পরা এক বালকের, যার মুখে বাঁকা হাসি। এই ছবিতে কোনো তারিখ নেই। শিল্পী নেদারল্যান্ডসের স্যামুয়েল ফন হুগস্ট্রাটেন।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: অন্য দুনিয়া

Leave A Reply

Your email address will not be published.