শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

নিউজিল্যান্ডের বিপক্ষে অল্পেই গুটিয়ে গেল ভারত

অনলাইন ডেস্ক: ‘বৃষ্টিই বাঁচিয়ে দিচ্ছে ভারতকে’, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে বলেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান মাইকেল ভন। বৃষ্টির কারণে ১ম দিনের খেলা পরিত্যাক্ত হওয়ায় মজা করে ভারতীয়দেরকে খোঁচা দিয়েছিলেন ভন। ৩য় দিনশেষে তার কথাটাই বাস্তব হয়ে উঠলো! নিউজিল্যান্ডের বোলারদের সামনে যেন অসহায় আত্মসমর্পন করলেন ভারতীয় ব্যাটসম্যানরা!

১ম ইনিংসে ভারতীয়রা গুটিয়ে গেছে মাত্র ২১৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ আজিঙ্কা রাহানের। পেসার কাইল জেমিয়েসন একাই ধ্বসিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং লাইনআপ।

বৃষ্টির বাগড়ায় ২য় দিনেও পুরো খেলা হয়নি। তাতে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছিল ভারত। ৩য় দিনের শুরুতেই আউট হয়ে সাজঘরে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি। তার সংগ্রহ ছিল ৪৪ রান।

ফিফটি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন আজিঙ্কা রাহানেও। ৪৯ রান করে আউট হন তিনি।

রিশাভ পন্ত আউট হন মাত্র ৪ রান করে। দুই স্পিন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। জাদেজা ১৫ আর অশ্বিন ২২ রান করে আউট হন।

এরপর দ্রুতই গুটিয়ে যায় ভারতীয়রা। শেষ ৩৫ রানে নিজেদের ৫ উইকেট হারায় তারা।

কিউই পেসার কাইল জেমিয়েসন মাত্র ৩১ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট।

এই মুহুর্তে ব্যাট করছে নিউজিল্যান্ড।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/ব্রিজ

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.