শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

বাইডেনের সঙ্গে দেখা করবেন রানি

অনলাইন ডেস্ক :-জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এ নিয়ে ১৩তম মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হবে তার।

দ্য সান জানিয়েছে, বাইডেন এবং ফার্স্ট লেডি জিল সামনের রবিবার রানির মুখোমুখি হবেন। ব্রিটেনে তারা জি৭ সম্মেলনে যাবেন।

রানি প্রিসেন্স থাকা অবস্থায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন, সেটা ১৯৫১ সালের কথা।

১৯৬৫ সালের পর রিচার্ড নিক্সনের আমল থেকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই দেখা করেছেন তিনি।

রানির সঙ্গে রাষ্ট্রীয়ভাবে কেউ দেখা করতে গেলে নানা ধরনের প্রটোকল মানতে হয়। সব সময় রানি পরে কক্ষে প্রবেশ করেন।

এই প্রটোকল ভাঙেন ‘বেয়াড়া’ ডোনাল্ড ট্রাম্প। রানিকে ১৫ মিনিট বসিয়ে রাখেন তিনি!

৭৮ বছর বয়সী বাইডেন সামনের সপ্তায় প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে যাবেন।

প্রটোকলে আরও যা আছে:

১. আপনি যতই ক্লান্ত থাকুন না কেন, রানির সঙ্গে দেখা করতে গেলে দাঁড়ানোর বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি যখন ‍রুমে প্রবেশ করবেন, বসে থাকা যাবে না। আপনি তখনই বসতে পারবেন, যখন তিনি নিজের আসনে বসবেন।

২. রানির সামনে বেশি হাত নাড়াচাড়া করতে নিষেধ আছে। যুক্তরাষ্ট্রের নাগরিক হলে আপনি হ্যান্ডশেক করতে পারবেন, কিন্তু কোলাকুলি করা যায় না।

৩. রানির সঙ্গে দেখা করতে গেলে ড্রেস কোড সব সময় মাথায় রাখতে হয়। নিজের দেশের ঐতিহ্যবাহী পোশাক পরতে মানা নেই। তবে ফরমাল পোশাক সব সময় উৎসাহিত করা হয়।

৪. রাজ পরিবারের সদস্যদের সম্বোধন করার সময় সতর্ক থাকতে হয়। কোনো ইভেন্টে তাদের ডাকনাম ব্যবহার করা যায় না।

৫. রানি কথা বললেই আপনি কথা বলতে পারবেন। অন্যথায় সব সময় আপনাকে তার সামনে চুপ করে থাকতে হবে।

৬. সামনে যতই লোভনীয় খাবার থাক আপনার খাওয়া উচিত হবে না। রানির অনুষ্ঠানে তিনি খাওয়া শুরু করলেই কেবল আপনি খেতে পারবেন!

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: শীর্ষ সংবাদ

Leave A Reply

Your email address will not be published.