শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ইতালিতে খোলা মাঠে ঈদের নামাজের অনুমতি পেলেন প্রবাসীরা

অনলাইন ডেস্ক:-শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। তৈরি পোশাকের দোকানগুলোতেই ভিড় করছেন তারা। এদিকে করোনাকালেও খোলা মাঠে ঈদ জামাতের অনুমতি পেয়েছেন প্রবাসীরা।

ইতালিতে করোনার বিধিনিষেধ শিথিল করায় ঈদের প্রস্তুতি শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা।

ইতালিতে বাংলাদেশ ও ভারত থেকে আমদানি করা বিভিন্ন ডিজাইনের তৈরি পোশাক একসময় বেশি দামে বিক্রি করা হতো। দোকানের সংখ্যা বাড়ায় ক্রেতারা এখন কম দামে কিনতে পারছেন। কম দামে পছন্দমতো পোশাক কেনায় খুশি তারা

দেশটিতে করোনার কারণে বাংলাদেশিরাও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তবু ব্যবসায়ীরা বলছেন, গতবছরের তুলনায় এ বছর বিক্রি সন্তোষজনক।

বৃহস্পতিবার ইউরোপের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবারও বেশকিছু খোলা মাঠ ছাড়াও মসজিদগুলোতে ঈদের জামাত আয়োজন করা হবে বলেও জানানো হয়।

রাজধানী রোমে জাতীয় ঈদগাহ মাঠখ্যাত পিয়াচ্ছা ভিত্তোরিওতে ঈদের প্রধান জামাত হবে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: শীর্ষ সংবাদ

Leave A Reply

Your email address will not be published.