শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

অভিনেতা জুনিয়র এনটিআর করোনাভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার (১০ মে) এ তথ্যটি নিজেই জানান তিনি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। তবে চিন্তা করবেন না ভালো আছি। আমি ও আমার পরিবার নিজেদের আলাদা রেখেছি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল নিয়ম মেনে চলছি। গত কয়েকদিন যারা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে পরীক্ষা করান। নিরাপদ থাকুন।

এদিকে এই টুইটের পর থেকেই এই অভিনেতার রোগমুক্তি কামনা করছে ভক্ত ও সহকর্মীরা।

জুনিয়র এনটিআর অভিনীত পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুদিরাম’ বা ‘ট্রিপল আর’। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমার গল্প কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের ২ বীর যোদ্ধাকে নিয়ে। জুনিয়র এনটিআর ছাড়াও এর কেন্দ্রীয় চরিত্রে আছে রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।

করোনার ২য় ঢেউ বেশ ভয়াবহ আকার ধারণ করেছে ভারতে । ইতোমধ্যে পবন কল্যাণ, আল্লু অর্জুন, পূজা হেগড়েসহ বেশ কয়েকজন দক্ষিণী সিনেমার তারকা করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া বলিউডেও অনেকে এই মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়। এর মধ্যে বেশির ভাগ সুস্থ হলেও কেউ কেউ প্রাণ হারিয়েছে।

বিষেরবাঁশী .কম / ডেস্ক / ঝিনুক

Categories: বিনোদন

Leave A Reply

Your email address will not be published.