শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

চীনের করোনার টিকা আসছে বুধবার

অনলাইন ডেস্ক : সিনোফার্মের তৈরি ৫ লাখ করোনাভাইরাসের ভ্যাকসিন আগামী বুধবার বাংলাদেশে আসছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার ঢাকায় ভার্চুয়াল সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। 

চীনের রাষ্ট্রদূত জানান , চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ ১সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।

লি জিমিং জানান , চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দেয়। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ ৩ মাস অপেক্ষা করতে হয়। বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দেয়। বাংলাদেশ অনুমতি দিলে চীনের টিকা আগেই পেত।

বিষেরবাঁশী .কম / ডেস্ক / ঝিনুক

Categories: করোনা ভাইরাস

Leave A Reply

Your email address will not be published.