শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

এ যেন সড়কে লাল আর হলুদ কার্পেট!

অনলাইন ডেস্ক:-হাওরের বিস্ময় হিসেবে পরিচিত কিশোরগঞ্জের অল ওয়েদার সড়কের দুই পাশ লাল আর হলুদ কার্পেটে মোড়া। সড়কে শুকাতে দেয়া টকটকে লাল মরিচ যেন সড়কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। 

হাওরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করা অল ওয়েদার সড়কের দুই পাশে চোখে পড়বে এমন রক্তলাল রঙ্গের সমারোহ। যেন পিচঢালা কালো সড়কের সৌন্দর্য বাড়াতেই লাল-হলুদের এমন গালিচা!

উঁচু আর প্রশস্ত এ পাকা সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আছে। তাই চলতি বোরো মৌসুমে জমির ধান পরিবহনের পাশাপাশি সড়কের দুই পাশে রোদে শুকানো হচ্ছে মরিচ ও ভুট্টা। মরিচের লাল রং সড়কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ধান মাড়াই-ঝাড়াই ও শুকানির কাজও চলছে সড়কটিতে। বাড়ির পাশে মনোরম পরিবেশে জমির ফসল শুকাতে পেরে খুশি স্থানীয়রা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এ সময়টাতে কৃষকরা ফসল শুকাতে বিড়ম্বনার শিকার হতেন। নতুন সড়ক হওয়ায় তারা অনায়াসে জমির ফসল শুকাতে পারছেন।

গত বছরের ৮ অক্টোবর ৮৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০ কিলোমিটার দীর্ঘ ‘অল ওয়েদার সড়ক’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: শীর্ষ সংবাদ

Leave A Reply

Your email address will not be published.