মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

ভারতে মহামারি মোকাবিলায় মেডিকেল পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক :–ভারতে মহামারি কোভিড-১৯ সংক্রমণে নাকাল ভারত সরকার। রোগীভর্তি হাসপাতালগুলোতে বেডের আকাল। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে একের পর এক রোগী।

ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এ অবস্থায় সোমবার ইন্টার্নি ডাক্তার ও নার্সদের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে সরকার।

এসব প্রশিক্ষণার্থী ডাক্তার ও নার্সরা জরুরিভিত্তিতে বিভিন্ন হাসপাতালে কোভিড রোগীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত তারা রোগীদের সেবায় নিয়োজিত থাকবেন। খবর রয়টার্সের।

দিল্লিতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাপনা সামলাতে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন হাইকোর্ট। সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, তারা দিল্লি হাইকোর্টের অনুরোধটি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন তিন লাখ ৫৫ হাজার ৮২৮ জন শনাক্ত হয়ে ভারতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন দুই কোটি দুই লাখ ৭৫ হাজার ৫৪৩ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুও হয়েছে ভারতে। গত এক দিনে ভারতে তিন হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২২ হাজার ৩৩৮ জনে।

এর মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৬৬ লাখ ৭০৩ জন। এই নিয়ে টানা ১৩তম দিনের মতো ভারতে তিন লাখের বেশি রোগী শনাক্ত হলো।

তবে বিশেষজ্ঞরা বলছেন, মহামারির দ্বিতীয় ঢেউয়ে নতুন এ ধরনের সংক্রমণে নাকাল অবস্থা ভারতের। দিনে দিনে বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যু। শ্মশানে দিন-রাত জ্বলছে চিতা। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে ১৫ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ২৪৪ জন এবং মারা গেছে ৩২ লাখ ২৬ হাজার ৮৭৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৮৫৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৫১১ জন। সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। সারাবিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ১১ হাজার ৪৫৩ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩২ লাখ ৩০ হাজার ৫৬১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৯১ হাজার ৫১৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

বিষেরবাঁশী .কম / ডেস্ক /রূপা

Categories: আন্তর্জাতিক,করোনা ভাইরাস

Leave A Reply

Your email address will not be published.