শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

মোদির সুরে সুর মেলালেন রুক্মিণী

অনলাইন ডেস্ক:-প্লাজমা দানের ঘোষণা দিয়ে কিছুদিন আগে বেশ আলোচনায় ছিলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এক ভিডিও বার্তায় ঘোষণাটি দিয়েছিলেন তিনি। রুক্মিণীর এ উদ্যোগের প্রশংসা করেছিলেন সুপারস্টার দেব থেকে শুরু করে টলিউডের অনেকেই। 

এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মেলালেন রুক্মিণী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এই পরিস্থিতিতে যখন দেখছি দেশের প্রতিটি নাগরিক লড়াই করার চেষ্টা করছেন, তখন আমার চোখ পানিতে ভরে যাচ্ছে। সাহায্যের আবেদনে ভরে যাচ্ছে আমার টাইমলাইন।’

তিনি আরও লেখেন, ‘যারা সাহায্য চাইছেন, সকলে আমার পরিচিতও না। দেশের মানুষই অনুপ্রেরণা দিচ্ছেন আমাকে। আজকে প্রকৃত অর্থেই আমরা আত্মনির্ভর। একলা চলো রে আজকের অর্ডার। আজকের দিনে আপনিই হিরো।’

ভারতীয়দের ‘আত্মনির্ভর’ হওয়ার আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে জানানো সে আহ্বান নিয়ে সমালোচনা করেছেন কেউ কেউ। আবার প্রশংসাও করেছেন অনেক ভারতীয়।

রুক্মিণীর আগে দেবও ‘আত্মনির্ভর’ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আমার সমস্ত রাজনৈতিক জমায়েত বাতিল করলাম। সুস্থ থাকুন। বাইরে বেরলে অবশ্যই মাস্ক পরুন। রাজনৈতিক নেতা না হলে অকারণে বাইরে বেরবেন না (আপনারা এর কারণ জানেন)। অবশেষে আত্মনির্ভর হওয়ার সময় এসেছে (এটা কটাক্ষ নয়, এটাই বাস্তব)। নিজের জীবন বাঁচান।’

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: বিনোদন

Leave A Reply

Your email address will not be published.