শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

হাওড়ে চলছে ধান কাটার উৎসব

অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের হাওরের একমাত্র ফসল বোরো ধানের বাম্পার ফলনের পর এবার কৃষকেরা নির্বিঘ্নে ধান ঘরে তুলতে পারছেন। ইতোমধ্যে হাওরের ৯০ ভাগ ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় শতভাগ ধান ঘরে তোলার ব্যাপারে আশাবাদ কৃষি বিভাগের। 

চলতি বোরো মৌসুমে সুনাগঞ্জের ছোটবড় ৯৫টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৩শ ৩০ হেক্টর জমিতে স্থানীয়, হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো ধান আবাদ করা হয়। 

কৃষি বিভাগ জানায়, ইতোমধ্যে হাওর এলাকার ৯০ ভাগসহ জেলার ৭০ থেকে ৮০ ভাগ ধান কাটা হয়েছে।

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ জানান, আমরা মোটামুটি ঝুঁকিমুক্ত। কয়েকদিনের মধ্যে আমরা শতভাগ ধান কর্তন করতে পারবো। এবার কম্বাইন্ড হার্ভেস্টর ব্যবহার করার কারণে কিন্তু প্রায় ১২ থেকে ১৫ দিন আগেই ধান কর্তন করে ঘরে তুলতে পারছি।  

হাওরের ধান দ্রুত এবং কম খরচে কৃষকের গোলায় তোলার জন্য ২৯৪টি কম্বাইন্ড হারভেস্টার, ১৩০টি রিপার মেশিন ছাড়াও দু’লাখেরও বেশি শ্রমিক ধান কাটায় এখন ব্যস্ত।

কৃষকরা বলছেন, ধান কাটা শ্রমিকের অভাব তাও আবার ৫০০ টাকা রোজ। আর মেশিনে অনেক ধান একসঙ্গে কাটতে পারে। মেশিনে ধান কাটার কারণে অনেক সুবিধা পেয়েছেন বলেও জানান এখানকার কৃষকরা।  

জেলায় এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন।

বিষের বাঁশী/ডেস্ক /ব্রিজ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.