শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

করোনার টিকার ওপর ভিত্তি করে এইচআইভির ভ্যাকসিনও আবিষ্কার

অনলাইন ডেস্ক : ১৯৮১ সালে এইচআইভি রোগটি আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত মারা গেছে ৩ কোটি ২০ লাখ মানুষ।

প্রতি বছর মারা যাচ্ছে কমপক্ষে ৬ লাখ ৯০ হাজার মানুষ। বিশ্বব্যাপী বর্তমানে এইচআইভি রোগী আছেন ৩ কোটি ৮০ লাখের মতো।

এখন পর্যন্ত এর কোনো কার্যকারী প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। এই অবস্থা তখন আশার কথা শোনালের গবেষকরা।

মার্কিন ও ব্রিটিশ ২দল বিজ্ঞানী ঘোষণা দিয়েছে, তারা করোনার টিকার ওপর ভিত্তি করে এইচআইভির ভ্যাকসিনও আবিষ্কার করতে সফল হবে।

এদের মধ্যে আছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের বিজ্ঞানী দল, যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা আবিষ্কারে জড়িত ছিল। এ ছাড়া এইচআইভির প্রতিষেধক তৈরির কাজ করছেন মার্কিন ওষুধ তৈরির প্রতিষ্ঠান মডার্না।

অক্সফোর্ডের বিজ্ঞানীরা এ মাসেই কেনিয়া, যুক্তরাজ্য, উগান্ডা ও জিম্বাবুইয়ের ১৮ থেকে ৫০ বছর বয়সী ১০১ জন এইচআইভি-নেগেটিভ স্বেচ্ছাসেবীর দেহে এটি পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছেন।

আর মডার্নার টিকাটি পরীক্ষামূলক প্রয়োগ হবে এ বছরের শেষের দিকে। ২টি গবেষক দলই সফলতার ব্যাপারে আশাবাদী।

তারা বলেন, করোনার মতো এইচআইভির টিকা তৈরিতেও তারা সফল হবে।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / ঝিনুক  

Categories: করোনা ভাইরাস,স্বাস্থ্য

Leave A Reply

Your email address will not be published.