অনলাইন ডেস্ক:- ঘোড়ায় চড়ে হরতাল কর্মসূচিতে পিকেটিং করা সেই হেফাজত কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার র্যাব-১১ রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেফাজত কর্মীর নাম সৈকত হোসেন (২০)। তার বাবার নাম দেলোয়ার হোসেন। গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ থানার চালুয়ার চরে।

র্যাব জানিয়েছে, গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম হরতাল ডাকে। হরতালের সমর্থনে নরসিংদীর ভেলানগরে হেফাজত কর্মী সৈকত হোসেন ঘোড়ায় চড়ে পিকেটিং করেছিল। ঘোড়ায় চড়ে উস্কানিমূলক স্লোগান দেয় সে। ভয়ভীতি প্রদর্শন ও উত্তেজনা ছড়ায়। দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং ত্রাস সৃষ্টি করে।
ওই ঘটনার পর সৈকতের ঘোড়ায় চড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে সে রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকায় আত্মগোপনে চলে গিয়েছিল।
বিষেরবাঁশী.কম /ডেস্ক / রূপা