বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

চীনে ৭ মার্চ উদযাপন

অনলাইন ডেস্ক:-ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস উদযাপন করেছে চীনের বেইজিং এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রোববার (৮ মার্চ) পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান। পরে বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতি শ্রদ্ধা জানান কর্মকর্তা ও কর্মচারী। দুপুর ১টায় ওয়েবিনারের আয়োজন করা হয়।

ওয়েবিনারে বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বের সেই ভাষণগুলোর একটি, যেগুলো বহু মানুষের ভাগ্য বদলে দিয়েছে। 

ওয়েবিনারে ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ড. এম নজরুল ইসলামের, রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান, চায়না মিডিয়া গ্রুপের ঢাকা ব্যুরোর প্রধান ইয়ু কুয়াং ইউয়ে আনন্দি, অধ্যাপক চাং ছিয়ং প্রমুখ। 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: প্রবাস

Leave A Reply

Your email address will not be published.