শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

ফাঁকা হচ্ছে ঢাকা, মানুষ যাচ্ছে…

অনলাইন ডেস্ক:-চলছে টানা ৩ দিনের সরকারি ছুটি। তাই রাজধানী ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ছুটছে কর্মজীবী মানুষ। এ জন্য বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের তীব্র ভিড়। 

শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে ২১ শে ফেব্রুয়ারির বন্ধ থাকায় টানা ৩ দিনের সরকারি ছুটি পেয়েছেন কর্মজীবীরা।  এই ছুটি কেউ  প্রিয়জনের সঙ্গে কাটাতে, কেউ বেড়াতে বের হয়ে পড়ছেন ঢাকা থেকে। আর এতে দূরপাল্লার বাসে দেখা দেয়ে টিকিট সংকট।  বৃহস্পতিবার থেকে শুক্রবার সকার পর্যন্ত  বাসের টিকিট সংকট দেখা দেয়। 

বাস কাউন্টার-সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতেই অনেকেই ঢাকা ছেড়েছেন। তবে  যারা যেতে পারেননি, তারা শুক্রবার সকাল থেকেই ছুটছেন গন্তব্যে উদ্দেশে। 

শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোহাম্মদ মেহেদী হোসেন নামে এক যাত্রী বলেন, ‘গতকাল অফিস শেষ করে রাতেই যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো টিকিট পাওয়া যায়নি। আজও বাসের টিকিট পাইনি। তাই দিনের বেলা হওয়ায়  দূরপাল্লার বাস বাদ দিয়ে কমদূরত্বের বাসে ভেঙে ভেঙে যাচ্ছি।’ তিনি বলেন, ‘সহসা এমন করে ছুটি পাওয়া যায় না। এবার টানা ৩ দিনের ছুটি পাওয়ার সবাই বাড়ি যাচ্ছে। বহু লোক টার্মিনালে এসে টিকিট না পেয়ে ফিরে গেছে।’ 

গাবতলী টার্মিনালে আসা আরেক  যাত্রী ইকবাল হোসেন। তিনি বলেন, ‘ঈদ ছাড়া ৩ দিন ছুটি একসঙ্গে কমই পাওয়া যায়। তাই সুযোগটি হাত ছাড়া করছি না। পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছি। তবে ভিড় বেশি থাকায় সময়মতো টিকিট পেতে ভোগান্তি পোহাতে হয়েছে। তবু ভালো লাগছে, বাড়িতে তো যেতে পারবো।’

মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়

রাজধানীর কলাবাগান বাস টার্মিনাল থেকে অধিকাংশ বাসই যায় কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেটসহ বিভিন্ন পর্যটন এলাকায়।  তাই এসব বাস স্ট্যান্ডেও ছিল যাত্রীদের ভিড়। বেশিরভাগেরই গন্তব্য পর্যটন এলাকা। এর মধ্যে সিলেট-কক্সবাজার ভ্রমণপিপাসুর সংখ্যা বেশি। 

এনা পরিবহন কোম্পানির জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাজমুল বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী সব বাসের টিকিট এক সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে।’

শ্যামলী পরিবহনের এক কর্মকর্তা জানান, ছুটির কারণে আগেই অনেকে টিকিট নিয়ে গেছেন। চাহিদা দেখে অতিরিক্ত বাস নামনো হয়েছে। সেসব বাসের অগ্রিম টিকিট কেটেছেন যাত্রীরা।’

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, ‘৩ দিন সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার থেকে যাত্রীদের চাপ তুলনামূলক অনেক বেশি। তবে, আমাদের পর্যাপ্ত পরিবহন রয়েছে।’ আসা-যাওয়ায় যাত্রীদের কোনো ভোগান্তি হবে না বলেও তিনি জানান।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: জাতীয়,শীর্ষ সংবাদ

Leave A Reply

Your email address will not be published.